বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বস্ত্র অধিদপ্তর ১৮টি জব ক্যাটাগরিতে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে মোট ১৯০ জন নিয়োগ দিবে।
জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন চলবে ০৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা হতে ও শেষ হবে ৩১ আগস্ট ২০২৫ ইং বিকেল ৫ঃ০০ ঘটিকায়।
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশের দিনঃ কতৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট, ২৬ জুলাই ২০২৫ ইং।
আবেদন করার শুরুর দিনঃ ০৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা।
আবেদন করার শেষ দিনঃ ৩১ আগস্ট ২০২৫ ইং বিকেল ৫ঃ০০ ঘটিকায়।
আবেদন করার অনলাইন ঠিকানাঃ http://dotr.teletalk.com.bd/
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
প্রার্থীর বয়সসীমা ০৪ আগস্ট ২০২৫ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “বস্ত্র পরিদপ্তর (কর্মকর্তা-ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪”,
১ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯”
এবং ৩, ৮ ও ১৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।
নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩, ৮ ও ১৫ নং ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
DOT Job Circular 2025
এক নজরে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | |
---|---|
সংস্থার নামঃ | বস্ত্র অধিদপ্তর । |
পদের নামঃ | সার্কুলারে দেখুন |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ১৯০ |
চাকরির আবেদন | অনলাইনের মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩২ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ১১,০০০-২৬,৫৯০ থেকে ৮,২৫০-২০,০১০/- |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ |
০৪ আগস্ট ২০২৫ |
আবেদনের শেষ তারিখঃ |
৩১ আগস্ট ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | dotr.teletalk.com.bd |
দেখুন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image |
বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৫ / DOT Job Circular
পদের নামঃ কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ০৬টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।
পদের নামঃ টেইলার মাস্টার।
পদের সংখ্যাঃ ০৬টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিংসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
পদের নামঃ উচ্চমান সহকারী।
পদের সংখ্যাঃ ০৯টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতি।
পদের নামঃ আর্টিস্ট ডিজাইনার।
পদের সংখ্যাঃ ০৩টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা; অথবা
(খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫(পাঁচ) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
পদের নামঃ প্যাটার্ন ডিজাইনার।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এ ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা।
পদের নামঃ টেকনিক্যাল এসিসট্যান্ট।
পদের সংখ্যাঃ ১৭টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ।
পদের নামঃ লাইব্রেরী এ্যসিসটেন্ট।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাশ বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
পদের নামঃ অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যাঃ ২০টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দের গতি।
পদের নামঃ ম্যাকানিক্স।
পদের সংখ্যাঃ ১৭টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ম্যাকানিক্যাল ট্রেড পাশসহ ৫(পাঁচ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
পদের নামঃ হিসাব সহকারী কাম ক্যাশিয়ার।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নামঃ আর্টিষ্ট এসিসট্যান্ট।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ অংকন ও চারুকলায় পারদর্শিতাসহ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্যূন ৩ (তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
পদের নামঃ বয়লার অপারেটর।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ এবং ৫ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত ।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান।
পদের সংখ্যাঃ ০৪টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী।
পদের নামঃ ল্যাবরেটরী এসিসট্যান্ট।
পদের সংখ্যাঃ ১৫টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ।
পদের নামঃ অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ৬৭টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশসহ শারিরীকভাবে যোগ্য।
পদের নামঃ মালি।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
পদের নামঃ বাবুর্চি।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশসহ রান্নার কাজে ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF
অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করার আগে জেনে নিন কোন পদে কত বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য।
আমরা নিচে বস্ত্র অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি Department of Textiles Job Circular অফিসিয়াল ইমেজ /PDF প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই বস্ত্র অধিদপ্তর জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।




প্রকাশের সূত্র বা ওয়েবসাইটঃ বস্ত্র অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে, ২৬ জুলােই ২০২৫ ইং।
আবেদন করার মাধ্যমঃ অনলাইন।
আবেদন শুরুর দিন ও সময়ঃ ০৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন শেষ দিন ও সময়ঃ ৩১ আগস্ট ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
অনলাইনে আবেদন ওয়েবসাইটঃ http://dotr.teletalk.com.bd/
বস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন করার পদ্ধতি
সকল যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী অনলাইনে মাধ্যেমে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করার পর প্রার্থী ৭২ ঘণ্টার মধ্যেই অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে।
অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম ধাপে ধাপে
◙ প্রথমে বস্ত্র অধিদপ্তরের এই https://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।◙ “Application Form” লেখাতে ক্লিক করুন।
◙এখন, বস্ত্র অধিদপ্তর চাকরির আপনার পছন্দের পদ বেছে নিন।
◙ এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
◙এখন আপনার যোগ্যতানুযায়ী সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
◙ এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে হবে।
◙ এখন, আপান রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে
◙ সর্বশেষ, ফরমটি আবার ভালো করে দেখে নিন এবং নির্ভুল হলে “Submit” বাটনে ক্লিক করুন।
◙ আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, ইউজার আইডি দিয়ে ফি পেমেন্ট করে দিন।
বস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি জেনে নিন
DOT Job Circular Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভূলভাবে DOT Job Circular আবেদনপত্র Submit সম্পন্নকারী প্রার্থী একটি User Id, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙিন Print করে সংরক্ষণ করবেন।
Applicant’s copy তে একটি User Id নম্বর দেয়া থাকবে এবং User Id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে
১ থেকে ১৩ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২ (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
১৪ থেকে ১৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান
প্রথম SMS: DOTR <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।
উদাহারন: DOTR DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS: DOTR <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহারন: DOTR Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for DOTR application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)
User Id এবং Password পুনরুদ্ধার
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User Id এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;
i. User ID জানা থাকলে DOTR <space>Help<space>User<space>User ID & send to 16222.
Example: DOTR Help User M27313 & send to 16222.
ii. PIN Number জানা থাকলে DOTR <space>Help<space>PIN<space>PIN No & send to 16222.
Example: DOTR Help PIN 12345678 & send to 16222.
বস্ত্র অধিদপ্তর আবেদনের গুরুত্বপূর্ন নির্দেশনাঃ
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১, ৩ ও ৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্রসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রদান করতে হবে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
শারিরীক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাহিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষা
বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষার মাধ্যেমে কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে। সাধারণত বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। নিচে ধাপগুলো উল্লেখ করা হলো:
১। লিখিত পরীক্ষা। (Written Exam)
২। মৌখিক পরীক্ষা (Oral Exam)
৩। কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)
বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS এ প্রেরিত User Id এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন।
প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
বস্ত্র অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী
বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৫-এ চাকরি পেতে হলে অবশ্যই মৌখিক পরীক্ষায় (Oral Examination) অংশগ্রহণ করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (যেখানে প্রযোজ্য) উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন।
মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত আসল কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক। কর্তৃপক্ষ চাকরি প্রদান পূর্বে এসব নথি যাচাই করবে।
- মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র (Admit Card)।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি (Educational Certificates)।
- প্রয়োজনে কম্পিউটার জ্ঞানের সনদের সত্যায়িত কপি।
- চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা প্রমাণকারী সনদপত্র – সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (মূল/সত্যায়িত কপি)।
- চারিত্রিক সনদপত্র – প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত।
- প্রার্থী যদি মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হন তবে মুক্তিযোদ্ধা সনদ।
- Online-এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি – বস্ত্র অধিদপ্তরের চাকরির জন্য।
DOT Job Circular সহযোগিতা
বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিচের দেওয়া ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এ যোগাযোগ করুন। তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name: DOTR. Post Name: *** Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
- টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
- ইমেইল করতে পারেন alljobs.query@teletalk.com.bd তে।
- এই Facebook পেজে http://www.facebook.com/alljobsbd মেসেজ করতে পারেন।
প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন
- কর্তৃপক্ষের ইমেইলঃ
- ফ্যাক্স নাম্বারঃ ০২-৯১১৩৫৪৫।
- কর্তৃপক্ষের ফেসবুক পেইজঃ
- কর্তৃপক্ষের মোবাইল নাম্বারঃ পিএ (মহাপরিচালক) +৮৮০২-৫৫০১৪২৫৬।
- কর্তৃপক্ষের ঠিকানাঃ বস্ত্র অধিদপ্তর, প্রধান কার্যালয় বিটিএমসি ভবন (১০ম তলা) ৭-৯, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
- কর্তৃপক্ষের ওয়েবসাইটঃ https://dot.gov.bd/।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে www.dot.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/dotr-job-circular ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dot.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
DOT Job Circular Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সময় থাকতে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির জন্য আবেদন সেরে ফেলুন। আমরা বস্ত্র অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ছাড়াও সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাাক।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.CareerBDHub.com হল বাংলাদেশ সরকারী চাকরির আপডেট এবং বিভিন্ন শিল্প ও ক্যাটাগরির বেসরকারি চাকরির খবরে একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা।
সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেসের মাধ্যমে CareerBDHub.com সরকারী চাকরি, ব্যাংক চাকরি, এনজিও চাকরি, কোম্পানির চাকরি এবং আরও অনেক ধরনের চাকরির সুযোগে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করে।
আপনি হোন নতুন গ্রাজুয়েট কিংবা অভিজ্ঞ পেশাজীবী – আমাদের প্ল্যাটফর্মে আপনার ক্যারিয়ারের প্রতিটি স্তরের জন্য উপযোগী সর্বশেষ বাংলাদেশ সরকারী চাকরির বিজ্ঞপ্তি পাবেন।
আমাদের নিবেদিত টিম ২৪ ঘণ্টা কাজ করে বিশ্বস্ত সংবাদপত্র ও যাচাইকৃত সূত্র থেকে সঠিক ও সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ ও প্রকাশ করে।
শুধু চাকরির বিজ্ঞপ্তিই নয়, আমরা পরীক্ষা সূচি, প্রবেশপত্র ডাউনলোড, চাকরির ফলাফল, মৌখিক পরীক্ষার তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করি, যাতে আপনি কোনো সুযোগ হাতছাড়া না করেন।
আপনি যদি আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সর্বশেষ বাংলাদেশ সরকারী চাকরির খবর পেতে চান, তাহলে CareerBDHub.com আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।